মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

স্মৃতিরা আজোও কাঁদিয়ে যায়,ভুলতে পারিনাই আজোও ২৮শে অক্টোবর ২০০৬ এর সেই কালো দিনটির কথা!

ঠিক এই সময়টি চোখে, নাকে,
মুখে টিয়ারশেলের ঝাঁজ, কানের
মধ্যে মুহুর্মুহু শত শত রাউন্ড গুলির
শব্দ, চিৎকার, আর
নারাহে তাকবীরের
স্লোগানে এগিয়ে যাওয়া, ৩ ঘন্টাব্যাপী থেমে থেমে পুলিশ,
বিজিবি আর যুবলীগের
সাথে সংঘর্ষ। ২০১৩ সালের ২৮শে অক্টোবর ১৮
দলীয় জোটের ডাকা ৩ দিনের
হরতালের ২য় দিনে হরতাল
সমর্থনে নোয়াখালী জেলার
চাটখিল
সিএন্ডবি রোডে জোটের মিছিলে সরকারী বাহিনীর

হামলায় আহত হয়েছিল অনেকে,
বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত

হয়েছিল ইসলামী ছাত্রশিবিরের
সাথী ও ১৮১ তম শহীদ মাহমুদুল
হোসাইন, যিনি পরের মাসে চিকিৎসাধীন অবস্থায়
শাহাদাৎবরন করেছিলেন।
সেদিন আমার তোলা কিছু ছবি।
এখানে আমারো একটি ছবি আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন