মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

সেদিন কেঁদেছিল মানবতা

সেদিন কেঁদেছিল মানবতা
হেসেছিল জল্লাদেরা
বুকের তাজা রক্ত মেখেছিল মাটি
দূর থেকে অশ্রু গড়া
ভুলি নি আমরা ভুলিনি
আমারই ভাইয়েরা দিয়েছিল প্রাণ
খুনীরা আজও বুক ফুলিয়ে হাটে
উল্লাসে আজও ধরে গান
স্বান্তনা আজ সেটুকুই
আ.মালেক এর তারা উত্তরসূরী
দ্বীন কায়েমের শত প্রেরণা তারা
তাদের এই বলিদানে শপথ ধরি
হে আল্লাহ ! তুমি দেখেছো সব
লগি বৈঠাধারীদের নৃত্যের উল্লাস
বুকের মাঝে আজও ভেসে উঠে
একে একে ছয়টি ভাইয়ের লাশ
ইন শা আল্লাহ নেবো মোরা
সকল হত্যার প্রতিশোধ
হয় তারা হেদায়েতি নয়তো
বাতিলে শক্ত হাতে প্রতিরোধ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন