নীড় পাতা

ইন্টারনেট ব্যবহার শুরুর প্রায় প্রথম দিক থেকে ব্লগ পড়ে আসছি। ইন্টারনেট এর যাবতীয় ব্যবহার মুলত আমি শিখেছি গুগল এবং বিভিন্ন ব্লগের সহায়তায়। পরবর্তীতে আরও ব্যপকভাবে ব্লগ পড়া শুরু করি। তাই ব্লগ লেখারও ইচ্ছা তীব্র হতে থাকে। কিন্তু ঐ অল্প বয়সে ব্লগ লেখার সাহস ছিল না। কিন্তু সাম্প্রতি সময়ে আমাকে ব্লগ লেখার ইচ্ছা বহুগুণে বেড়ে গেছে। এ কারণেই এই ব্লগ খুলেছি।  
আমি আমার এই ব্লগে মুক্ত ও স্বাধীনভাবে লেখার চেষ্টা করব। আমি মূলত টেকনোলজি এবং শিশুদেরকে নিয়ে লিখতে বেশি ভালোবাসি। তাই আমার এই ব্লগে এই দুটো বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। তবে শুধু এই দুটো বিষয়ে আমার লেখা সীমাবদ্ধ রাখার মোটেও ইচ্ছে নেই। আমি যা জানি এবং জানাতে চাই তাই আমার লেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন। বিভিন্ন প্রকার টিপস, নিউজ, তথ্য, আমার ব্যক্তিগত মতামত, জীবনের অভিজ্ঞতা ইত্যাদি বিষয়েও লিখব।


আপনারা নিশ্চই জানেন আমি একজন নতুন এবং ক্ষুদে ব্লগার। আমি এই ব্লগটিতে আমার ডায়েরীর মতই লিখে যাব। আপনাদের প্রতি বিশেষ একটি অনুরোধ হল, আমার যেকোনো প্রকার ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের যেকোনো প্রকার মতামত আমাকে জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন